ভুল সিজারিয়ান অপারেশনে মাগুরা জাহান প্রাইভেট হাসপাতালে সিমু খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অতিরিক্ত বেড, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ঔষধসহ নানা অনিয়মের কারণে ঐ হাসপাতালের মালিক ডাক্তার মাসুদুল হক কে এক লক্ষ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: সামিউল ইসলাম এ জরিমানা আদায় করেন। এ সময় টিমের সাথে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার বিকালে মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের নুর ইসলামের স্ত্রী শিমু খাতুন প্রসাব বেদনা নিয়ে জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। ডা: মাসুদুল হক সিজার অপারেশনের মাধ্যমে একটা কন্যাসন্তান বের করার পর কয়েক ঘণ্টার মধ্যে প্রসূতি মায়ের অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী নুর ইসলাম অভিযোগ করেন, ভুল অপারেশনে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। ডা: মাসুদুলল হক বলেন, সিজারের কয়েক ঘণ্টা পর হঠাৎ প্রেসার হাই হয়ে অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়। রোগের স্বজনদের অভিযোগ সঠিক নয়।