ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১ জুন) জেলায় মোট ১ হাজার ৭৭ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ ও ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১ টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। এ সময় সিভিল সার্জন ডা: মো: মোস্তফা জামান বলেন, শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও ভিটামিন প্রয়োজন হয়। এক্ষেত্রে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।