নওগাঁয় পাওনা টাকা চাওয়ায় মো: আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে মারধর ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ তারিখ শুক্রবার নওগাঁ পৌরসভার বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এর মাতাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, পাওনাদার মো: আবদুল আজিজ চকজাফরাবাদ এলাকার মো: আবু জাফর এর ছেলে মো: আনোয়ার কে ব্যবসা করার জন্য ৪ লক্ষ টাকা প্রদান করেন, এবং সেই টাকা অভিযুক্ত মো: আনোয়ার চার মাস পর ফেরত দিবেন মর্মে ষ্ট্যাম্প এ লিখিত চুক্তি করেন, কিন্তু পাওনা টাকা চাইতে গেলে তিনি নানা রকম টাল বাহানা করতে থাকে, এ অবস্হায় মো: আবদুল আজিজ বাধ্যহয়ে উকিল মাধ্যমে পাওনা টাকা আদায়ে নোটিশ পাঠান মো: আনোয়ার এর কাছে।
এ বিষয়ে হামলার শিকার মো: আবদুল আজিজ জানান, ‘আমি উকিলদ্বারা নোটিশ করার পর থেকে মো: আনোয়ার আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছিলেন তারই ধারবাহিকতায় গত ২৪ এ মে শুক্রবার নওগাঁ পৌরসভার বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এর মাতাজীর মোড় এলাকায় রাত ১০:২০ মিনিট চায়ের দোকানে চা খাওয়ার সময় আমাকে মো: আনোয়ার বলে তোমার সাথে কথা আছে, বলেই আমাকে হাত ধরে টেনে পাশে থাকা ছমিলে নিয়ে যায় এবং সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা মো: মোরশেদ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আমাকে ঘিরে ধরে মারপিট করতে থাকে এবং তাদের কাছে থাকা ধারালো চাকু দ্বারা আমাকে হত্যার চেষ্টা করে, পরে আমার ডাক চিৎকারে স্হানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’।
এ বিষয়ে অভিযুক্ত মো: আনোয়ার এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায় নি। অভিযোগ এর বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।