গত কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের আশপাশে বৃষ্টিপাত হওয়ায় হ্রদের কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) কিছুটা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট একসাথে চালু করা হয়েছে। বেশ কয়েকমাস ধরে কাপ্তাই হ্রদে পানির স্থর সর্বনিন্ম পর্যায়ে নেমে আসায় এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুধু মাত্র যেকোন ১টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তিনি এই প্রতিবেদককে জানান, গত তিন দিন হতে এই কেন্দ্রে ২টি ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার ১নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ২নং ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ সর্বমোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতদিন শুধু মাত্র ১টি ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
ব্যবস্থাপক আরোও জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে পানি থাকার কথা ৭৬.৪০ মীনস সি লেভেল, কিন্তু বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি আছে ৭৮.৫৫ মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।
উল্লেখ্য, পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত সবটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে।