গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান আর পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ বিঘা জমির মালিক আলতাফ হোসেন ফকির (৬৫) বার বার নদী ভাঙ্গন আর দূর্যোগের স্বীকার হয়ে এখন নি:স্ব। সব হারিয়ে খুপরি ঘর বানিয়ে বসবাস করেন পশুরবুনিয়া বন্যানিয়ন্ত্রণ বাঁেধর ঢালে। সর্বশেষ রোববার রিমেলের তান্ডবে মাথা গোজার ঠাই ও বসত ঘর হারিয়ে এখন পথের ফকির। খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আপন মনে শুধু বীর বীর বকছেন আলতাফ।
আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মৃত স্বরুব আলী ফকিরের বড় সন্তান আলতাফ হোসেন ফকির (৭৫)। পৈত্রিক সুত্রে পাওয়া ৮০ বিঘা জমির মালিক ছিলেন আলতাফ হোসেন। পশুরবুনিয়া গ্রামে আলতাফের ছিল আলীশান বাড়ী। তার গোয়ালে ছিল ২৫-৩০টি গরু, ২০টি মহিষ। জমি চাষের জন্য বাড়ীতে থাকতো ১০-১২ জন কৃষাণ। স্ত্রী মাহমুদা বেগম, ছেলে মাহতাব, মেয়ে হেনা আর কল্পনাকে নিয়ে বেশ সুখেই কাটত তার দিন। এলাকায় ছিল বেশ নাম ডাক। নদী ভাঙ্গনে আর বার বার দূর্যোগের স্বীকার হয়ে সব হারিয়ে মাত্র ৩০ বছরের ব্যবধানে আলতাফ হোসেন এখন পথের ফকির।
স্বাধীনতার আগে ১৯৭০ থেকে পশুরবুনিয়া গ্রামে ভয়াল পায়রার ভাঙ্গন শুরু হয়। সেই ভাঙ্গন থেকে আলতাফের জমি ভাঙ্গতে শুরু করে। ভাঙ্গনের ভয়াবহতার মুখে ১৯৮০ সালে তার বসত ঘর সরাতে হয়। এরপর ধারাবাহিক ভাঙ্গনে এবং দূর্যোগে অন্তত ১০ বার তার বসতঘর সরাতে গিয়ে আর্থিক ভাবে লোকশানের কারণে গরু মহিষ জমি সব হারিয়ে মাত্র ৩০ বছরের ব্যবধানে জেলে পেশায় নাম লেখান আলতাফ। ঘর তোলেন পশুরবুনিয়া বন্যানিয়ন্ত্রন বাঁধের ঢালে। ছেলে মাহমুদকে নিয়ে সাগরসহ পায়রা নদীতে মাছ ধরে সংসার চালাতেন।
২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরে ছেলে মাহমুদকে হারান। হারান নিজের বসতঘরও। আবার নতুন করে ঘর বানান। আম্ফান, বুলবুলসহ প্রকৃতির রুদ্র রোশের স্বীকার হয়ে ঘর হারিয়ে মানষিক ভাবে ভেঙ্গে পরেন আলতাফ হোসেন। তারপরও জীবন থেমে নেই। খড় আর কাঠ দিয়ে খুপরিঘর বানিয়ে স্ত্রী মাহমুদাকে নিয়ে জীবন শুরু করেন বাঁধের ঢালে। বিধি যেন বাম। রোববার দুপুরে রিমেলের আঘাতে পশুরবুনিয়া বন্যানিয়ন্ত্রন বাঁধ ধসে পরে। ধসে যায় আলতাফের ঘামে শ্রমে বানানো ছোট্ট খরের ঘরটিও। চোখের সামনেই পানির তোরে ভেসে যায় তার ঘরটিও। স্ত্রী মাহমুদাকে নিয়ে কোন রকম প্রানে বাঁচলেও ঘরটি হারিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন আলতাফ হোসেন ফকির। আলতাফ হোসেনের মতো অনেক পরিবার জমি আর বসত হারিয়ে নি:স্ব হয়ে গেছে। এর মধ্যে আবদুল হাই, রশিদ মিয়া ও আলম তালুকদার অন্যতম।
আমতলী উপজেলায় রিমেলের তান্ডবে ৫শতাধিক ঘর বিধস্ত এবং দেড় হাজারের মত ঘর অংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক গাছপালা উপরে পড়েছে। পায়রা নদীর পানিতে বাঁধ ভেঙ্গে সহাস্্রাধিক পুকুর ঘের তলিয়ে এবং বৃষ্টির পানি জমে সবজি ক্ষেত এবং আউষের বীজতলা নষ্ট হওয়ায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। টানা দুদিনের জোয়ার ও বৃষ্টির পানি জমে অর্ধলক্ষাধিক মানুষ এখনো পানি বন্ধী অবস্থায় দিন কাটাচ্ছে। ৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে আমতলীর আড়াই লক্ষাধিক মানুষ। পানিতে ডুবে এবং বাতাসের তান্ডবে স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়েছে শতভাগ।
মঙ্গলবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, পশুরবুনিয়া গ্রামে শুধু পানি আর ভাঙ্গনের ভয়াবহ চিত্র। সব গ্রাম পানিতে থৈ থৈ করছে। মানুষের মধ্যে শুধু খাবারের জন্য হাহাকার চলছে। ভাঙ্গা বাঁধের পাশে অনেকেই ঘোরাঘুরি করছেন খাবারের জন্য। অনেকে আবার আশ্রয়ের জন্য তাদের সংসারের মালামাল স্ত্রী পরিজন নিয়ে ছুটছেন অন্যত্র।
আলতাফ হোসেন ফকিরের স্ত্রী মাহমুদা বেগম বলেন, ‘নদী ভাঙ্গনে মোগো সব শ্যাষ অইয়া গ্যাছে। এহন আমরা রাস্তার ফকির। রইববারের বইন্যায় মোগো সব ভাসাইয় নেছে। এহন কি খামু কি করমু কোন হানে থাকমু হেইয়াই কইতে পারি না।’
আলতাফ হোসেন ফকির বলেন, ‘এক সময় মুই ব্যামালা জমির মালিক আছিলাম। পায়রায় ভাঙ্গতে ভাঙ্গতে সব শ্যাষ অইয়া গ্যাছে। ভাঙ্গনে পইর্যা ১০-১৫ বার ঘর বানাইছি। সিডরে পোলা আরাইছি, ঘর আরাইছি, জাল নৌকা সব হারাইছি। এইবার বইন্যায় ঘর আরাইছি। এহন আমি শব আরাইয়া পথের ফকির অইছি। এহন কোন হানে ঘর বানামু হেই ঠিকানা নাই’।
পশুরবুনিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার জানান, রিমেলের তান্ডবে অনেকে বসত ঘর হারিয়ে নি:স্ব হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তাদের জন্য ঘর, খাবার, বিশুদ্ধ পানির প্রয়োজন।
আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, দুযোর্গে পশুরবুনিয়া বাঁধ ধসে আলতাফ হোসেন ফকিরসহ অনেকেই নি:স্ব হয়ে গেছে। এদের পুন:বাস জরুরী হয়ে পরেছে।
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, রিমেলের তান্ডবে বরগুনা জেলার বন্যানিয়ন্ত্র বাঁধের ৩০টি স্থানে ফাটল ধরেছে। ধসে পরেছে ৩ কিলোমিটার। এসকল বাঁধ সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। টাকা পাওয়া গেলে দ্রুত সংস্কার করা হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, রিমেলের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মধ্যে সোমবার থেকে জরুরী ত্রান সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, গুড়ো দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আলতাফ হোসেনকে পুন:বাসনের বিষয়টিও বিশেষ বিবেচনা করা হবে।