৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটির ২টি উপজেলায় বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লংগদুতে বাবুল দাশ বাবু ও নানিয়ারচরে অমর জীবন চাকমা।
তৃতীয় ধাপে তিনটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঘাইছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ৬ হেলিসটি রয়েছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্ভব না হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। তাই শুধুমাত্র লংগদু উপজেলা ও নানিয়ারচর উপজেলার ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে নানিয়ারচর ও লংগদুর ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। তবে ভোটারের উপস্থিত কম লক্ষ্য করা গেছে। ভোট চলে টানা ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে।
এতে লংগদু উপজেলা কেন্দ্র হচ্ছে ২৩টি এবং ভোট কক্ষ হচ্ছে ১৬১টি। মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬১ হাজার ২৬৩ জন। নির্বাচনে লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এদের মধ্যে ঘোড়া প্রতিকে আবদুল বারেক সরকার, আনারস প্রতিকে বাবুল দাশ বাবু, মোটর সাইকেল প্রতিকে অ্যাডভোকেট আবসার আলী ও মীর সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন দোয়াত কলম প্রতিক নিয়ে।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল নিয়ে তোফায়েল আহাম্মদ, বই প্রতিকে মো. রাকিব ও চশমা প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন কল্যাণ প্রিয় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ফুটবল প্রতিকে এবং ফাতেমা জিন্নাহ লড়ছেন কলস প্রতিক নিয়ে।
এদিকে, লংগদু উপজেলায় নির্বাচনের পর চেয়ারম্যান পদে ১৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী বাবুল দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী আবদুল বারেক সরকার পেয়েছেন ১২ হাজার ৬৬৭টি ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতিকে মো. রকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে ফাতেমা জিন্নাহ।
অন্যদিকে নানিয়ারচর উপজেলায় ভোট কেন্দ্র হচ্ছে ১৪টি ভোট কেন্দ্র ও ভোট কক্ষ হচ্ছে ১১৮টি, মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ৬৮৯ জন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এদের মধ্যে প্রগতি চাকমা কাপ পিরিচ, জ্যোতিলাল চাকমা মোটর সাইকেল, রুপম দেওয়ান দোয়াত কলম ও অমর জিবন চাকমা লড়েছেন আনারস প্রতিকে।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনয় কৃষ্ণ খীসা বই প্রতিক এবং টিউবওয়েল প্রতিকে লড়ছেন সুজিত তালুকদার। কলস প্রতিক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন অনিতা চাকমা ও প্রজাপতি প্রতিকে কোয়ালিটি চাকমা।
অন্যদিকে, নানিয়ারচর উপজেলায় নির্বাচনের পর চেয়ারম্যান পদে ৬১৫৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী অমর জীবন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতিকের প্রার্থী জোতিলাল চাকমা পেয়েছেন ৪১৬২টি ভোট।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের সুজিত তালুকদার ৭৪০৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতিকের বিনয় কৃষ্ণ চাকমা ৬৬৫৪টি ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনিতা চাকমা কলসি প্রতিকে পেয়েছেন ১০১১৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতিকে ৪২৪৩টি ভোট।
রাঙ্গামাটি তৃতীয় ধাপের রিটানিং অফিসার মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১০ জন ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। নির্বাচন চলাকালীন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২টি সিট এবং আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও পেয়েছে ২টি সিট। রাঙ্গামাটি সদরে জেএসএস এবং বরকল উপজেলায় জেএসএস। কাউখালী আওয়ামী লীগ এবং জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-২ ও জেএসএস-১। অর্থাৎ কাপ্তাই আওয়ামী লীগ, রাজস্থলী আওয়ামী লীগ এবং বিলাইছড়ি জেএসএস বিজয়ী হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে নানিারচরে ইউপিপিএফ এবং লংগদুতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন।