দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ণভাবে সমাপ্ত হয়েছে।
বুধবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে সুনীল কুমার সাহা (দোয়াত কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব), মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা বানু (প্রজাপতি) পুনঃনির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান জানান, চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৩ শত ৮৯ ভোট রয়েছে।