রংপুরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। বুধবার (২৯ মে) সকালে জিলা স্কুল মাঠ থেকে শান্তিরক্ষীদের দৌড়ের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ক্যান্টপাবলিক স্কুল এ- কলেজ প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন অতিথিরা। প্রতিষ্ঠানের অডিটরিয়ামে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা করেন, ইএমই সেন্টার এ- স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউসুফ আলী। আয়োজনে সেনাবাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইএমই সেন্টার এ- স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউসুফ আলী বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য সেনা সদস্য পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে জাতিসংঘের অধীনে ১০টি দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর ৬ হাজার ৯২ জন শান্তিরক্ষার কাজ করছেন। এ দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ১৪৪ জন এবং পুলিশ বাহিনীর ২৪ জন সদস্য তাদের জীবনোৎসর্গ করেছেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর ২৫৪ জন এবং পুলিশ বাহিনীর ১২ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন।