ময়মনসিংহের গফরগাঁও উপজেলা একটি বাজারে মনোহারি দোকানে চুরি করার সময় দুই চোরকে আটক করা হয়। গত মঙ্গলবার রাতে রসুলপুর ইউনিয়নের রসুলপুর চৌরাস্তা মোড় বাজারে এ ঘটনা ঘটে। বুধবার সকালে তাদের গফরগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলার রসুলপুর চৌরাস্তা মোড় এ বাজারের মনোহারি দোকানের মালিক আবদুল আজিজ প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত দেড়টার দিকে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা চুরি করার চেষ্টা চালায়। এ সময় বাজারে অন্য ব্যবসায়ী সহ স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটককৃতরা হলো-উপজেলার রসুলপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে আল আমিন (১৫) ও রসুলপুর হিরালীপাড়া গ্রামের মৃত আবুল বাসারের ছেলে জালাল উদ্দিন নয়ন (৪১)। দোকান মালিক আবদুল আজিজ জানায় এ ঘটনায় দোকানের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান জানান, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের আদালতে প্রেরণ করা হবে।