ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ১ জুন জাতীয় ভিটামিন-এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বাস্তবায়নে ওই সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ মে) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী। উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবদুল কুদ্দুছের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিবুর রহমান লিমন, গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁঞা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল হামিদ খান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমূখ। সভায় সভাপতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জাতীয় ও গুরুত্বপূর্ণ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবি ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। আগামী ১ জুন সারা দেশের ন্যায় গফরগাঁওয়ে ৬ মাস হতে ১১মাস বয়সী ৯ হাজার ৫০০ শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উপজেলার নির্দিষ্ট বয়সের সকল শিশুকে ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১ জুন সকাল ৮টা হতে একটানা বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।