মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্যসহ ম্যানেজিং কমিটির নীতিমালা লঙ্ঘন করে যশোরের কেশবপুরে বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি স্বপদে পুনর্বহাল থাকায় বিদ্যালয়ের সভাপতি মোসলেম উদ্দীনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। চলমান ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে কেন তাকে অব্যাহতি দেয়া হবে না তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে।
জানা গেছে, কেশবপুরে বহুলালোচিত বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বুড়িহাটি গ্রামের মোসলেম উদ্দীন। তিনি সভাপতির দায়িত্ব পালনের সময় একই গ্রামের শাহজাহান আলীকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। পরবর্তীতে তিনি সম্পূর্ণ ব্যক্তি আক্রোশে প্রধান শিক্ষক শাহাজান আলীকে সাময়িক বরখাস্ত করেন। এরপর তিনি বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বেতন ভাতা বন্ধ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসলেম উদ্দীনের আবেদনটি আমলে নিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডকে নিষ্পত্তির দায়িত্ব দেয়। এনিয়ে গত ২৫ মার্চ যশোর শিক্ষা বোর্ডের ৮৫ তম সভায় আলোচনা শেষে সভাপতি মোসলেম উদ্দীনের আবেদনটি বাতিল করেন। একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বিঅ-৬/৩৭.১১.৪০৪১.৫০১.৬-২০-১৭১০২ নং স্মারকে এক পত্রে প্রধান শিক্ষকের বহিস্কারাদেশ বাতিল করে তাকে স্বপদে পূনর্বহালে জোরালো নির্দেশ দেন। এছাড়াও, ওই পত্রে সভাপতিকে অবৈধ কমিটি বাতিল করে ৭ কর্ম দিবসের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করার নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি এসবের কোনো তোয়াক্কা না করে স্বপদে বহাল থাকেন।
এদিকে, সভাপতি মোসলেম উদ্দীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা-২০০৯’র ১৪ ধারা লঙ্ঘন করায় গত ২২/০২/২০২৪ তারিখের বিঅ-৬/৬৩৭৬/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১৫৮৫০ নং স্মারকে শিক্ষা বোর্ডের এক সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করে ৩ কর্ম দিবসের মধ্যে বোর্ডকে পত্র প্রেরণের জন্য বলা হলেও প্রভাবশালী সভাপতি সে নির্দেশও অমান্য করে বহাল তবিয়াতে রয়েছেন। যে কারণে তাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে কারণ দর্শানো ওই নোটিশ দেয় বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। ইতোপূর্বে বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহাজান আলীর মহামান্য হাইকোর্টে দায়ের করা মামলায় মহামান্য হাইকোর্টের এক রায়ে সভাপতিকে বিদ্যালয়ের বহি:স্কৃত প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন।
বর্তমান কমিটির অভিভাবক সদস্য আজব আলী বলেন, মোসলেম উদ্দীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলে তিনিই শাজাহান আলীকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। তিনিই আবার ব্যক্তি স্বার্থে শাজাহান আলীকে সাময়িক বরখাস্ত করেন। মোসলেম উদ্দীন ও তার ছেলেদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। যে কারণে সভাপতির পদত্যাগ দাবি করে গ্রামবাসি যশোর জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যশোর শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসারসহ একাধিক দপ্তরে অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মোসলেম উদ্দীন বলেন, আমি সভাপতি থাকাকালিন শাজাহান আলী আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারবে না।