কালীগঞ্জের বারোবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের তিন ইউনিয়নের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারোবাজার, কাষ্টভাঙ্গা ও রাখালগাছি ইউনিয়নের ৯, ১০ ও ১১ নং আয়োজনে বারোবাজার মেইন বাসষ্টান্ডে ঝিনাইদহ যশোর মহাসড়কে সহ¯্রাধিক নেতাকর্মীদের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে বলঅ হয় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পর পর ৩ বার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি আনার ভারতে নৃশংস হত্যাকান্ডের রহস্য উন্মোচন এবং ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, মোবারকগঞ্জ চিনিকলের কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিদুল ইসলাম মন্টু, ওহিদুজ্জামান ওদু সহ তিনটির ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেব লীগ, মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ‘আনার ভাই নিখোঁজ হলে সন্ধান চাই, হত্যা করা হলে দেহবাশেষ ও আলামত চাই’ প্লেকার্ড নিয়ে নারী পুরুষরা দাঁড়িয়ে ছিল।