ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরূয়াইলে তিতাস নদী ও খাস জায়গার দখলদারদের ১৫ দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দিয়েছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা। ৯ মে স্বাক্ষরিত নোটিশের আজ ২১ দিন পেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নদীর দখল ছাড়েননি চিহ্নিত ৩০ দখলদার। উল্টো উচ্ছেদ ঠেকাতে তারা ইউএনও’র কাছে এসে মামলার ভয় দেখাচ্ছেন। আবার কেউ কেউ তাদের উস্তাদদের দেখানো পুরাতন পথ ধরে উচ্চ আদালতের দিকে যাওয়ার শব্দ তুলছেন। অনেকে ৬ শতক দখল ক্রয়ের কাগজ নিয়ে নদী দখল করে ৮ শতক জায়গার উপর নির্মাণ করছেন স্থায়ী ইমারত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দখলদারদের বিরূদ্ধে দ্রতই ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইউএনও/এসি ল্যান্ড অফিস ও স্থানীয় একাধিক সূত্র জানায়, অরূয়াইলে তিতাস নদী ও সরকারী জায়গা দখলে যুগযুগ ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের ২-৪ জন নেতা মৃত্যুবরণ করলেও নতুন কিছু সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। ফলে হঠাৎ করে টাকার মালিক হওয়া ওই লোকদের লোলুপ দৃষ্টি সেখানকার তিতাস নদী ও ১ নং খাস খতিয়ানের জায়গার উপর। মাঝে মধ্যে এলাকার নিরীহ লোকজনকে চাপে ফেলেও জায়গা ক্রয় ও দখলের অভিযোগ রয়েছে তাদের বিরূদ্ধে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ওই সিন্ডিকেটের সদস্যরা ইচ্ছেমত তিতাস নদী দখল করে আসছেন। নিজেদের মনগড়া পরিকল্পনায় তারা নির্মাণ করছেন স্থায়ী ইমারত। কেউ কেউ ভবিষ্যৎ ঝুঁকি চিন্তা না করেই বহুতল ভবনও নির্মাণ করছেন। ভূয়া ও জাল কাগজপত্র তৈরী করে সরকারী লোকদের বিরূদ্ধে মামলা করা তাদের পুরাতন রেকর্ড। জাতীয় নদী রক্ষা কমিশনের দেয়া তালিকা অনুসারে গত ৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দে সরাইল উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক উচ্ছেদ নোটিশ দেয়া হয় চিহ্নিত ৩০ নদী দখলদারকে। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে দখল না ছাড়লে বিধি মোতোবেক বাজেয়াপ্ত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা বলা হয়েছিল। কিন্তু ১৫ দিন পেরিয়ে আজ ২১ দিন চলে যাচ্ছে নদীর দখল ছাড়ছেন না দখলদাররা। উল্টো দখল ঠিকিয়ে রাখতে তাদের পালিত কিছু দালাল চাটুকার বিভিন্ন কায়দা কৌশলে ব্যস্ত রয়েছেন। অধিকাংশ দখলদার নদীর জায়গাকে কাগজেপত্রে তাদের বৈধ জায়গা বলে দাবী করছেন। কেউ কেউ বলছেন, আগে অনেকবার প্রশাসন লাল কালি দিয়ে চিহ্নিত করেছে কিস্তু উচ্ছেদ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভুক্তভোগি একাধিক ব্যক্তি বলেন, সরকারী ও বিতর্কিত জায়গা স্বল্প মূল্যে ক্রয় করে মোটা অংকের ব্যবসা করার একটি দালাল সিন্ডিকেট আছে। এরা নিজেরাই দখল করেন। আবার অবৈধ জেনেও দখল ক্রয় করেন। কৌশলে ভয় দেখিয়ে বা নীরবে বল প্রয়োগ করে সরকারী/ মালিকানা জায়গা নিজেদের কব্জায় নিয়ে ধান্ধা করাই এদের কাজ। এই সকল ভূমিখেকোরা নদীর দখল না ছাড়ার লক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। উচ্ছেদ ঠেকাতে উপজেলা জেলা ও ঢাকায় দৌঁড়ঝাঁপ করছেন। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, নোটিশে বেঁধে সময় সীমা পেরিয়ে গেছে। ওঁরা দখল ছাড়েননি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে উচ্ছেদের ব্যয় বাবদ একটি তৈরীর কাজ করছি। বাজেটটি পানি উন্নয়ন বোর্ড অনুমোদন দিবেন। অনুমোদন পাওয়ার পরই দখলদারদের নদীর দখল থেকে দ্রƒত উচ্ছেদ করব।