ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে বাগেরহাটের বিভিন্ন উপজেলার মতো কচুয়া উপজেলায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি আমাদের প্রতিনিধিকে জানান যে, কচুয়া উপজেলায় রেমাল এর প্রভাবে এখন পর্যন্ত ৮ শত ৯৫ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ টি ঘর। এছাড়াও এ এলাকার মৎস্য চাষীদের ৮ শত ৭৫ হেক্টর মাছের ঘের ডুবে গিয়েছে এতে আনুমানিক তাদের ৬ কোটি ৫৩ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে ১৯ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬০ টাকা। কলা ক্ষেত, পানের বড়জ, সূর্যমুখী, ড্রাগন ও মৌসুমি সবজির সহ সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৮৫ টাকা। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩২ হাজার ৩ শত ৩৩ জনের মতো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কচুয়া উপজেলার কৃষি জমি সহ নিন্মাঞ্চল গুলি পানিতে প্লাবিত হয়ে রয়েছে। বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ এর খুঁটি ভেঙ্গে যাওয়া ও তার ছিড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু ও বিভিন্ন জনপ্রতিনিধিদের রেমালের সময় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন।