মান্দারবাড়িয়া বেলেমাঠে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। বুধবার রাতে তার কাছে দুইজন লোক এসেছিল। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বুধবার সকালে ঘরের জানালা ভেঙে বের হয়ে এসে প্রতিবেশিদের বিষয় জানাই।
নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগমের (নিহতের স্ত্রী) চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার স্বামীকে ২ জন লোক গলাকেটে মেরে রেখে গেছে। পরে আমরা ঘরে ঠুকে শাহজাহান আলীর লাশ দেখতে পাই। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।এরইমধ্যে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী (নিমি বেগমকে) আমি প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করেছি। কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে যে বা যারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।