এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ড নিয়ে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন নতুন প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন,এখন ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য নানা ইস্যু তৈরি করা হচ্ছে। ডরিনের প্রশ্ন বাবাকে ভোটের আগে কেন হত্যার পরিকল্পনা করা হয়েছিল?
ঝিনাইদহের কালীগঞ্জে বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই প্রশ্ন তুলেন তিনি। সে সময় তার সঙ্গে স্বজন ও দলীয় কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডরিন বলেন, আমার বাবা হত্যার নির্দিষ্ট উপযুক্ত প্রমান চাচ্ছি। পুলিশ কর্মকর্তাদের ওপর আমার আস্থা আছে। তারা কাজ করছেন। তারপরও সন্তান হিসেবে আমি আমার বাবার একটা প্রমান চাই। তাকে কি আসলেই খুন করা হয়েছে ? তার পরনে কী ছিল? তার হাতে কী ছিল? কোন একটা ক্লু আমি চাই। একটা মানুষের মেরে টুকরো টুকরো করেছে তার হাড়গুলো কী হলো ? হাড়গুলো এত দ্রুত নষ্ট হবার কথা নয়। যে কসাই হত্যা করেছে তাকে নিয়ে অনেক ঘুরাঘুরি করা হয়েছে তারপরও কোন প্রমান মিলছে না কেন ? যত তাড়াতাড়ি আমাকে প্রমান দিতে হবে। তাহলে আমি বিশ্বাস করবো।
এতো অবিশ্বাস কেন? এমন পাল্টা প্রশ্ন করলে ডরিন বলেন, এতোদিনে কিছুই মিলছে না সে কারণে আমার কাছে বিষয়টি অন্যরকম মনে হচ্ছে। নির্দিষ্ট প্রমান পেলে এ ধরনের কোন সন্দেহ আমার থাকবে না। আমার বাবা আসলে গুম? নাকি হত্যা করা হয়েছে ? এসব নিয়ে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে। হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে। তারা টাকার বিনিময়ে হত্যা করেছে বলেছে। এ ঘটনায় মূল যে আসামি সে কেনো বাবাকে হত্যা করলো? তার সঙ্গে আর কেউ আছে কিনা, তাকে কেউ কন্ট্রাক্ট করে এই হত্যা করিয়েছে কিনা,তাকে আইনের আওতায় আনতে পারলেই একটা সুষ্ঠু তদন্ত করা সম্ভব হবে।তিনি আরও বলেন, ‘আমার বাবা ৩ বারের সংসদ সদস্য। তার সম্পর্কে এখন অনেকে অনেক ধরনের কথা বলছেন। তিনি খোলামেলা ভাবে যেভাবে মিশতেন, তার ভেতরে কোন অহংকার ছিল না। এতোটা সাধারণ জীবন যাপন কোন সংসদ সদস্য করে বলে আমার মনে হয় না। তার ইমেজ নষ্ট করার চক্রান্ত চলছে। আপনারা আগে তো কোন নিউজ করলেন না। এখন কেন করা হচ্ছে। আসামিদের কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছে না ?
ডরিন বলেন, ‘গত ভোটের আগেও নাকি আমার বাবাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। তাহলে কি ধরে নেবো এর পিছনে রাজনৈতিক কোনো ইস্যু আছে? যারা ধরা পড়েছে তারাই স্বীকার করেছে যে, আমরা ভোটের আগেও ঢাকায় তাকে মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ভোটের আগে আমার বাবাকে কেন মারতে যাবে? তাহলে নিশ্চয় পলিটিক্যাল কোন ইস্যু আছে?’
এদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খন্ডাংশ কি না সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।