চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার খাটরা এলাকায় সাততলা বাড়ির ছাঁদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ-চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খাটরা এলাকার মায়া ভিলার ছাদে এই দুর্ঘটনায় ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই নারীর নাম রেখা বেগম (৪৫)। তিনি মৃত কামিজ মিয়ার মেয়ে। তিরিশ বছর আগে রেখা বেগমের স্বামী মারা যান। তারপর থেকে বাবার বাড়ি ও বোনের সঙ্গে মায়ার ভবনে থাকতেন। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘ভবনের সাত তলার ছাদে রেখা বেগম পরিষ্কার করতে উঠে। ওই সময় আগে থেকে ছাদে জমে থাকা পানি ও বিদ্যুৎতের তার জড়ানো ছিলো। সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যান রেখা বেগম। পরে তাকে ছাদে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।