সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে সভাপতি কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ মতবিনিময় করেন তিনি। সভায় উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার বলেন, রায়গঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক অসমাপ্ত উন্নয়ন গুলোকে গুরুত্ব দিয়ে শেষ করার প্রতিশ্রুতিও দেন। এ সময় তিনি নিজেকে দুর্নীতিমুক্ত হিসাবে দাবি করেন। একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগণ তাকে ভোট দিয়ে আবারো দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মধ্যদিয়ে প্রতিটি জাঁতি তার আলোর পথ খুঁজে পায়। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট এবং ইলেট্রনিক সাংবাদিকবৃন্দ।