ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নৃশংস ভাবে খুন হওয়ার পর আবার আলোচনায় উঠে এসেছে সীমান্তের সোনা চোরাচালান। স্বাধীনতার পর ভারত থেকে শাড়ি কাপড়, অস্ত্র, বিড়ির পাতা ও মাদক পাচারের নিরাপদ গেটওয়ে হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। আশির দশক থেকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে শুরু হয় ভিসিপি ও ভিসিআর পাচারের রমরমা ব্যাবসা।
ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরের অনেকেই এই ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, যে কারণে তারা এখন জনপ্রতিনিধি ও কেউ কেউ মিয়া খাতায় নাম লিখেছেন। পরবর্তীতে শুরু হয় ‘গোল্ড স্মাগলিং’ ব্যাবসা। হাল আমলে ঝিনাইদহসহ দেশের দক্ষিন-পশ্চিম সীমান্ত পথে ভারতে সোনা পাচার বেড়েছে। ভরি বা গ্রাম নয়, পাচার হচ্ছে কেজি কেজি সোনা। বলা যায় সীমান্ত এখন সোনার খনি। এপারের বিজিবি এবং ওপারের বিএসএফ’র হাতে কোটি কোটি টাকার সোনা আটক হচ্ছে। কিন্তু বরাবরের মতো স্বর্ণের প্রকৃত মালিকরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। পাচারকৃত এই সোনার প্রকৃত মালিক আসলে কে তা বছরের পর বছর তাদের নাম প্রচার হচ্ছে না ও প্রশাসন ও জানতে পারে না। সোনা চোরাচালান নিয়ে ঝিনাইদহের মহেশপুরে খুনোখুনি ও একাধিক পুলিশ কর্মকর্তার বদলীর ঘটনা ঘটেছে। সোনার চালান ধরিয়ে দেবার দ্বন্দ নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে গুলি করে শামিম হোসেন ও মন্টুকে হত্যা করে। তরিকুল ইসলাম আকালে নামে এক ব্যক্তির ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের সোনা ধরিয়ে দেওয়ার অভিযোগে চাচা ভাতিজাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ঊঠে। এ ঘটনার পর থেকে তরিকুল ইসলাম আকালে ভারতে পালিয়ে গেছে অদ্যাবধি পর্যন্ত সে দেশে ফেরেনি। ঘটনার দিন সকালে মহেশপুরের ৫৮ বিজিবি মাটিলা সীমান্ত থেকে ওই সোনার চালান জব্দ করার পর বিকালে জোড়া হত্যার ঘটনা ঘটে। তবে বিজিবির হাতে ধরা পড়া ওই সোনা আসলে কি তরিকুলের নাকি পর্দার আড়ালে থাকা গডফাদারের তা পুলিশী তদন্তে এখনো উঠে আসেনি। এদিকে ২০১৮ সালের ৪ জানুয়ারি রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে সোনারতরী নামে একটি পরিবহন থেকে পাচার হওয়া ৬ কেজি ওজনের ৬৫ পিস সোনার পাচারের সময় একদল ডাকাত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাদী হয়ে মামলা করেন। এই ঘটনার সুত্র ধরে পুলিশের বিশেষ টিম গোপন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে ঢাকার গাবতলী থেকে সোনারতরী পরিবহনের ম্যানেজার আশরাফুল আলম ওরফে পটলাকে ও কোটচাঁদপুর থেকে হারুন অর রশিদ ওরফে মিলনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ৩০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৪৭ পিস সোনার বার ডাকাতির কথা স্বীকার করে। এরমধ্যে কয়েকটি সোনার বার গায়েব করলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মামলার আইও মহেশপুর থানার এসআই আনিসুর রহমানও এসআই নাজমুল হক,কনস্টেবল আবদুল গাফ্ফার, আসাদুল হক, ইমরান হোসেন, মনিরুজ্জামান, এইচ এম এরশাদ ও ওলিয়ার রহমানকে ক্লোজ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রায় ৩৮ কোটি টাকা সোনার বার আটক হয়েছিল। ২০২৩ সালে ১৮ কোটি ৩২ লাখ টাকার সোনার বার আটক হয়েছিল। এসব ঘটনায় অন্তত ১০জন বহনকারীকে আটক করা হলেও পর্দার আড়ালে থাকা সোনার মালিকদের সনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছর ২০২৪ সালে মহেশপুর থানার বিভিন্ন সীমান্ত দিয়ে সোনা পাচারের ঘটনা ঘটেছে ৬টি। এ বছরের ১৭ জানুয়ারি মাটিলা সীমান্ত থেকে ৪ কোজি ৬৬৫ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে বিজিবি। এ ছাড়া ২ মার্চ একই সীমান্ত থেকে ৪ কোটি ৩৫ লাখ টাকার মালিক বিহীন ৫টি সোনার বার উদ্ধার করে। ১৬ এপ্রিল মহেশপুরের ছয়ঘরিয়া থেকে ৪ কোটি ৪৮ লাখ টাকা মুল্যের ৪ কেজি ৬৩ গ্রাম ওজেনের সোনার বার উদ্ধার ও দুই বহনকারী জসিম ও আবদুল মান্নানকে আটক করে। ২৯ এপ্রিল মহেশপুরের নগরবন্নি থেকে ৩ কেজি ৫৫৮ গ্রাম ওজনের তিনটি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়।
২০২৩ সালের ১৭ জানুয়ারি বিজিবির দুইটি আভিযানিক দল মহেশপুর উপজেলার পদ্মপুকুর ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে কসটেপে মোড়ানো ৪৬৬.৩৮ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ বহনকারী বায়েজিদকে আটক করে। উদ্ধারকৃত সোনার মুল্য ৩৪ লাখ আটান্ন হাজার টাকা। ১১ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে অভিযানে সাড়ে ৯২ লাখ টাকা মুল্যের ১০টি সোনার বারসহ মফিজুর রহমান নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি। মফিজ যশোরের শার্শা উপজেলার গেড়িপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে। ৫ মে মহেশপুরের কাজীরবেড় গ্রাম থেকে ২ কেজি ৩৩১ গ্রাম ওজনের পৌনে ২ কোটি টাকার সোনার বার জব্দ হয়। ৯ জুন চুয়াডাঙ্গার হাসাদাহ থেকে ২ কোটি ২৪ লাখ টাকা মুল্যের ১৪টি সোনার বার জব্দকরে মহেশপুরের ৫৮ বিজিবি। ২৩ আগস্ট মহেশপুরে পাতিলা সীমান্ত থেকে ৪ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার হয়, যার মুল্য ছিল ৪ কোটি ৭০ লাখ টাকা। ২৬ ডিসেম্বর উথলী এলাকা থেকে ৪ কোটি ৯০ লাখ টাকা মুল্যের ৫ কেজি ১৯৭ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার হয়। ২০২২ সালের পহেলা এপ্রিল মহেশপুরের করিমপুর গ্রাম থেকে সর্ববৃহৎ সোনার চালান আটক হয়। ওই দিন ৮ কোটি টাকা মুল্যের ৯৯টি সোনার বার জব্দ করে বিজিবি। একই বছরের ফেব্রুয়ারি মহেশপুরের নিশ্চিন্তপুর গ্রাম থেকে বিজিবি ১০টি সোনার বার উদ্ধরি করে যার মুল্য ৭৪ লাখ টাকা। ২৭ এপ্রিল পিপুলবাড়িয়া থেকে ৯টি, গয়াসপুর থেকে ১০টি ও ২৯ এপ্রিল জুলুলী গ্রাম থেকে ৪০টি সোনার বার ধরা পড়ে। ঐ বছরে মহেশপুরের গোপালপুর ও আকুন্দবাড়িয়া থেকে মহেশপুর বিজিবি ৮ কোটি টাকা মুল্যের ১১ কেজি ৭৩৮ গ্রাম ওজনের সোনা জব্দ করে। এ সময় শুকুর আলী নামে এক বহনকারীকে আটক করে বিজিবি। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর নস্তিপুর সীমান্ত থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। আটক করা হয় একজন পাচারকারিকে। ঐ দিন রাতে চুয়াডাঙ্গা শহর থেকে দর্শনা সীমান্তে যাওয়ার পথে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৫টি সোনার বার উদ্ধা করে পুলিশ। আটক করা হয় কামরুল হাসান জুয়েল ও অরিফ হোসেন নামে ২ জনকে। ২৬ সেপ্টেম্বর গয়েশপুর সীমান্ত থেকে ভারতে পাচার কালে ৪টি সোনার বারসহ তাজমুল হোসেন নামে এক পাচারকারিকে আটক করে। তথ্য নিয়ে জানা গেছে, সোনা চোরাচালীদের শান্তির নজীরও কম। অনেক সময় সাক্ষ্য প্রমানের অভাবে পাচারকারী বা বহনকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে রক্ষা পেয়ে যায়। গত ১০ বছরে মাত্র একটি মামলার রায়ে দুইজনকে সশ্রম কারাদ- ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলা দায়েরের ৭ বছর পর রায় হয়। এই মামলায় ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের তৎকালীন বিচারক মোঃ নাজিমুদ্দৌলা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ দেয়াড়াপাড়ার শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও একই উপজেলার বাজারপাড়ার মৃত ফয়জুল্লাহ মোল্লার ছেলে ওবাইদুল্লাহকে কারাদ- প্রদান করেন। রায় সুত্রে বলা হয় ২০১৫ সালের ৪ মার্চ কোটচাঁদপুর থানা পুলিশ জেআর পরিবহনে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম ওজনের সোনার গহনা জব্দ করে। এ সময় গ্রেপ্তার হয় সোনা বহনকারী সুনীল কর্মকার।
সীমান্তের সোনাপাচার নিয়ে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, আমরা সীমান্ত থেকে সোনাসহ পাচারকারীদের আটক করে পুলিশে সোপর্দ করি। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে দেখবে পাচারের সঙ্গে কারা জড়িত। তারপর তারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, এ বছর মহেশপুর থানায় সোনা চোরাচালানের ৬টি মামলা হয়েছে। মামলা গুলো সবই চলমান ও তদন্তনাধীন। এখনো পর্যন্ত উঁচু শ্রেনীর কাউকে তদন্তে পাওয়া যায়নি। বিজিবি যাদের আটক করে দেয়,তারা মুলত বহনকারী। সোনার হাত বদলিয়ে সীমান্তে আসতে আসতে নেপথ্যের কারিগরদের নাম বহনকারীরা বলতে পারে না। তাই বরাবরের মতো সোনার মালিকরা থেকে যায় আইন প্রয়োগকারী সংস্থার নাগালের বাইরে।