জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন স্মার্ট ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্যে ১ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৩৩২ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন। সভায় চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মতলুব হোসেন। ইউপি সচিব আল আমিন, সাবেক সচিব হায়দার আলী। উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলী, আশরাফ আলী, হিন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজাবত হোসেন, বড়াইল ইউনিয়ন আওয়ামী যুলীগের সভাপতি শারফুল ইসলাম, ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত মহিলা ও সাধারণ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।