রাজধানীর বংশালে দিনেদুপুরে এক ভুক্তোভোগী ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাইয়ের এমন অভিনব ঘটনাটি ঘটে।
রাস্তায় শরীরে ধাক্কা নিয়ে কথা কাটাকাটি। এরপর পথচারিবেশে কয়েকজন মিলে মারধর। একপর্যায়ে চোখে আঙুল দিয়ে গুল লাগিয়ে শত শত মানুষের সামনে টেনেহেঁচড়ে ব্যাগভর্তি টাকা ছিনতাই।
তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে ডিএমপি মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বংশালে দিনে দুপুরে ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ডাকাতি করে নেওয়ার ঘটনায় ডিবির লালবাগ টিম ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।