জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তার মুনসুর রহমানর, সমাজ সেবা কার্মকর্তা, আবু হাসেম, উপজেলা সমবায় কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, নাগরিক ফোরামের সদস্য ও উপজেলার পাঁচ ইউনিয়ন হতে আগত ২০ জন যুব ফোরামের সদস্যগন। সভা সন্চালনায় ছিলেন, ডেমক্রেসিওয়া আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছাঃ নাসিমা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মন্জুরুল আলম বলেন, হুইসেল মানে বাশি বাজানো যখন বুঝতে পারবেন বিপদ সম্মুখে ঠিক তখনই হুইসেল দেওয়া যাতে করে সমাজের সহিংসতা না হয় এবং সহিংসতা বা বিপদ আসতে পারে সম্ভবনা এমন তথ্য হুইসেল ফোরামে জানানো।
আজকের যুবরা আগামী দিনের কর্নধার, নাগরিক, নেতা এখন থেকেই আমরা নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করবো তবেই আমাদের দেশ এগিয়ে নিয়ে যেতে পারবো।