বাগেরহাটের মোল্লাহাটে দুই দিন ব্যাপী ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে এবং ভেঙ্গেছে অসংখ্য বনজ ও ফলদ গাছপালা, কিছু বাড়িঘর, ডুবছে সবজি সহ বিভিন্ন ফসলের বীজতলা, তার ছিঁড়ে বেশকিছু ক্ষতি হয়েছে বিদ্যুৎ লাইনের, গত রোববার দুপুর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত মোল্লাহাটের সর্বত্র ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। মঙ্গলবার বিকালে মোল্লাহাট সদর সহ কিছুকিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দিলেও অধিকাংশ এলাকা এখনও রয়েছে অন্ধকারে।
উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্যমতে ৪৮৭.৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের দেয়া তথ্যমতে উপজেলাধীন ৯০ টি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এবং দুর্গত মানুষের সংখ্যা ৫৪০ জন।