নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে একটি বিমান অবতরণের পর বিকল হয়ে পড়ে। ফলে তিন ঘন্টা বিমান ওঠা নামা বন্ধ হয়ে যায়। এটি ঘটে ২৮ মে। তিন ঘন্টা পর আবার বিমান চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় সামনের চাকায় ক্রটি দেখা দেয় এবং উড়োজাহাজটি থেমে যায়। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ক্রটির কারণে রানওয়েতে ছিল। ফলে সকাল থেকে কোনো উড়োহাজাজ ওঠানামা করতে পারেনি। তিন ঘন্টা পর বিমান চলাচল শুরু হয়। এ ত্রুটির কারণে যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন।