নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ মে বাঙ্গালীপুর নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন ছিল নানা কর্মসূচি। কর্মসূচিতে ছিল শিক্ষা পদক প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, চিত্রাকন প্রতিযোগিতা, ক্লাস্টারভিত্তিক প্রাক প্রাথমিক শ্রেণি সজ্জিতকরণ, বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান। এটির আয়োজন করে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।