নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব চাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব শাহাজুল ইসলাম। তিনি ১ কোটি ৯৯ লক্ষ ৮৫ হাজার ১১৬ টাকা আয় এবং ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৭১৬ টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান জাইদুল ইসলাম টুকু, ইউপি সদস্য শহিদুজ্জামান রুবিন, নারী সদস্য আসমা বেগম, কুলসুম, শিরিনা আক্তার, হিসাব সহকারী ফারুক হোসেন ও পরিষদের উদ্যোক্তা রেজাউল ইসলাম, গ্রাম পুলিশগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।