পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ঘূর্ণিঝড় রুমালে দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার ও শিশু খাদ্য প্রদান করেছে কুয়াকাটা নৌ পুলিশ। দুপুরে ঝড় ও বৃষ্টি কিছুটা কমলো নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা কুয়াকাটা বেড়িবাঁধের বাইরের দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ শুকনা খাবার প্যাকেট তুলে দেন। ঝড় চলাকালীন এসব পরিবার নৌ পুলিশ ফাঁড়তে আশ্রয় নেয়। এ সময় শিশুদের বিস্কুট, চানাচুর, মুড়ি, চিপস, পানি, কেক দেয়া হয়। এ ছাড়া কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করা এক হাজারেরও বেশি মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।