ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনার পাথরঘাটা পৌরসভা,উপজেলার ৪ নং সদর ও ৩ নং চরদুয়ানি এবং ৬ নং কাকচিড়া ইউনিয়নের বেড়ীবাধে ৫ নং কালমেঘা সংলগ্ন কয়েক হাজার কাঁচা ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় ওই সকল ঘরবাড়ির লোক জন ২৬ মে বিকাল থেকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন খোদ ভুক্তভুগীরা। একই ভাবে বাঁধের ভিতরে নিন্মাঞ্চলের বহু পরিবারের দিন কাটছে। এদিকে ২৬ মে দিবাগত রাতে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি ভাংচুরসহ গাছ উপড়ে পড়ে রাস্তাঘাটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৫ মে থেকে মঙ্গলবার পর্যন্ত গোটা পাথরঘাটায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘূর্নীঝড় রেমালের প্রভাবথেকে রক্ষা পায়নি পাথরঘাটার মাছের ঘের,কলা চাষি, মুরগি খামারীসহ অন্যান্য পেশার মানুষজন। রেমালের তান্ডবে পাথরঘাটার ক্ষতির পরিমান এই মুহুর্তে নির্ধারন করা সম্ভব না হলেও ঘূর্নীঝড় রেমাল নিঃশ্ব করে দিয়েছে পাথরঘাটার অসংখ্য পরিবার। রেমালের প্রভাবে পাথরঘাটা নিন্মাঞ্চলের পরিবারগুলো অসহনীয় কষ্টে দিন যাপন করছেন। এদিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষথেকে নিন্মাঞ্চলের পরিবারগুলোর জন্য শুকনো খাবার দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল এবং রাস্তা চলাচলের অনুপোযগী হওয়ায় সবখানে শুকনো খাবারো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। দমকা হাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করে ২৭ মে সকাল থেকে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও পাথরঘাটা উপজেলা প্রশাসন এবং স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণের কাজে লিপ্ত থাকলেও দুই-এক দিনে সকল গাছ অপসারণ করা অসম্ভব হয়ে পড়েছে। জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন সরকারি ও বেসরকারি ভাবে (বিভিন্ন এনজিও ও বেসরকারী সংস্থা) প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮ লাখ নগদ টাকাসহ বিভিন্ন সহয়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, তালিকা করে ক্ষতিঅনুযায়ী সহয়তা করা হবে। পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারণে যেসকল পরিবার অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন রাস্তায় গাছ পড়ে থাকায় সবখানে খাবার পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছে, তবে জোড় চেষ্টা চলছে।