সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের ৬,৩২,৮২,৪২৮ টাকা আয়, ৬,২৫,৩৬,০০৩ ব্যয় টাকা ও ৭,৪৬,৪২৫ টাকা উদ্বৃত্ত রেখে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১২ টায় ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন। অত্র ইউনিয়নে সু-শাসন প্রতিষ্ঠা, কার্যকর শক্তিশালী স্থানীয় সরকার গঠন এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রণীত অনুমোদিত বাজেট সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের সচিব মোঃ হাফিজুর রহমান বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তাক হোসেন, ইউপির সদস্য আবদুর রাজ্জাক, জাকির হোসেন মিঞা, জাহাঙ্গীল আলম, ছানোয়ার হোসেন বাবু, আরিফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ রাজিয়া সুলতানা, গন্যমান্য ব্যক্তি শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবদুল মান্নান প্রমূখ।