‘‘শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশর দীক্ষা’’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ মে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা,শিক্ষামূলক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল কালাম আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা রেহেনা দীপ্তি, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী জেসমিনা আরা,উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মাহমুদুল কবির, হিসাব সহকারি নাসিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান। এ সময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথকি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়র আয়োজন করা হয়েছিল। এই দুইটি ইভেন্টের মধ্যে সুন্দর হাতের লেখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে রাইফা খানম, জান্নাতুল মাওয়া ও মুসাররাত মৌমি। অপরদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বন্দনা বিশ্বাস, তাইফা খানম ও ছুম্মা জাহান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাত থেকে পুরস্কার গ্রহন করে।