ঘূর্ণিঝড় রিমাল এর তান্ডবে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হয়েছে। বিশেষ করে জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন পোল্ডারে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে মূহুর্তেই লবণপানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। এতে হাজার-হাজার বিঘার মৎস্য চিংড়িঘের প্লাবিত হয়ে ৭২ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। রোববার রাতের জোয়ারের উপর জলোচ্ছ্বাসে ১০/১২ নং পেল্ডারের গড়ইখালীর কুমখালীর ক্ষুদখালীর ভাঙ্গন, ২৩নং পোল্ডারের লস্করের বাইনতলা খেয়াঘাটের দু’পাশ, কড়-লিয়াসহ ৪টি স্থানে, লতা, দেলুটির তেরিখালী, গেউবুনিয়া, হরিঢালী, রাড়-লী, গদাইপুর মালোপাড়া, হিতামপুর, কপিলমুনি ৩টি স্থানসহ সোলাদানার আমুরকাটা, বয়ারঝাপা সহ বিভিন্নস্থানে বাঁধ উপছে লোকালয়ে লবণপানি ঢুকে ঘর-বাড়ি, রাস্থাঘাট, পুকুর ও ফসলের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে এসে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান পোল্ডার রক্ষায় বাঁধ মেরামতে এলাকার মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতার অনুরোধ করেছেন। তিনি দুর্যোগকাল সরকারের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। অন্যদিকে এ আসনের সাবেক সংসদ মো. আক্তারুজ্জামান বাবু দুর্যোগকালে ভাঙনে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করে তার অনুসারী নেতা-কর্মীদের সহযোগিতার অনুরোধ করেছেন। গত ২৪ ঘন্টায় বিদ্যুৎহীন ছিলো। সোমবার সরেজমিনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় গেলে স্থানীয়রা জানান, যতদ্রুত সম্ভব বাঁধ মেরামত করা না গেলে জোয়ারের উপচে পড়া পানিতে ফের গোটা এলাকা প্লাবিত হয়ে গোটা এলাকা ভয়াবহ রূপ নিতে পারে। পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, উপজেলায় সৎস্য চাষের ৬ হাজার ৯শত ৮৬ হেক্টর জমি ও ৪ হাজার ৯০টি মৎস্য ঘের ভেসে গেছে। বিভিন্ন প্রকার মাছ ভেসে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৭২ কোটি ৫ লাখ টাকা। পাইকগাছার পাউয়াার বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, দুর্যোগকালে পোল্ডারের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত চলছে। তিনি আরোও বলেন, ক্ষতিগ্রস্থ ১৭ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সাড়ে ৭ কিলোমিটার বাঁধ অতি ঝুঁকিপুর্ণ। বিভিন্ন স্থানের ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতে জিও ব্যাগ ও বস্তা সরবরাহ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি মোঃ ওবায়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ দায়িত্বশীল কর্মকর্তারা ভাঙন কবলিত স্থান পরিদর্শনসহ সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া মানুষের খাদ্য-পানি সরবরাহ করছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, রোববার মধ্যরাত থেকে সোমবার ২৭ মে সকাল পর্যন্ত ব্যাপক তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। কমপক্ষে ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে তিনি জানান।