চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. মাহমুদুল হাসান, ডা. নুশরাত জাহান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।
উল্লেখ্য, ১৯৪ টিকা কেন্দ্রে আগামী ১ জুন থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ৪৮০ জন ও ১২- ৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৬৭৯ জন শিশুকে এ প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।