ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বিদ্যুত সংযোগসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার দুটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয়ধাপের নির্বাচনে বুধবার (২৯ মে) জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করার ছিলো। সোমবার ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে এ দুই উপজেলায় বিদ্যুত সংযোগসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সোমবার থেকে জেলার অন্যান্য উপজেলার ন্যায় এ দুই উপজেলায় বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে গাছপালা উপরে পরে দুই উপজেলার বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্থ বিদ্যুত লাইন মেরামতের কাজ শুরু করেছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ সংযোগ পূর্ণ মেরামত করতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে।