ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে দেয়াল ধসে ও গাছের ডাল ভেঙে পড়ে জেলায় তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি। আংশিক বিধ্বস্ত হয়েছে আড়াই হাজার বাড়ি-ঘর।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, নিহতের মধ্যে নগরীর রূপাতলীতে দেয়াল ধসে দুইজনের মৃত্যু ও বাকেরগঞ্জে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্য হয়েছে। দেয়াল ধসে নিহতরা হলেন-হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। গাছের ডাল ভেঙে জালাল সিকদার (৫৫) নামের একজনের মৃত্য্রু হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চর দাড়িয়াল এলাকার বাসিন্দা।
বিভাগীয় প্রশাসক জানিয়েছেন, বরিশাল বিভাগে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে বরিশাল জেলায় তিনজন, ভোলায় তিনজন ও পটুয়াখালীতে একজন।
অপরদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে গোটা বিভাগে লন্ডভন্ড হয়েছে অসংখ্য গাছপালা। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দি আছেন অনেক মানুষ। ফসলি জমি, রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। সেই সঙ্গে এ পর্যন্ত (মঙ্গলবার) বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশাল পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বিপর্যস্ত হয়ে পরেছে।
দ্বিগুণ দামেও মিলছে না মোমবাতি ॥ বিদ্যুৎ না থাকায় বিকল্প আলোর ব্যবস্থা করতে হচ্ছে মানুষজনকে। তবে বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। নগরীর দক্ষিণ আলেকান্দার বাসিন্দা আলী হায়দার জানান, বিদ্যুৎ না থাকায় সোমবার সন্ধ্যার আগে দোকানে মোমবাতি কিনতে গিয়ে দেখেন পাঁচ টাকার মোমবাতি ১০ টাকা, আর ১০ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। আর সেই মোমবাতি কিনতেও দোকানে ক্রেতাদের ভিড়। তারপরেও পাড়ামহল্লার দোকানগুলোতে মোমবাতির সংকট দেখা দিয়েছে।