ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ে গাছ উপড়ে রেললাইনে আচড়ে পড়েছে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী ৭৩৫ নম্বর আপ আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। সোমবার (২৭ মে) দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে শিলাসী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়।তীব্র বাতাসের কারণে গফরগাঁও -মশাখালী সড়কে একটি শিশু গাছ উপড়ে গিয়ে রেললাইনে পড়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী ৭৩৫ নম্বর আপ আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আসছিল। স্থানীয় লোকজন খোঁজ পেয়ে লাল নিশান উড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে।চালক লোকজনের সংকেত দেখতে পেয়ে ট্রেনের গতি কমিয়ে দেয়। এতে অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন।
গফরগাঁও রেলস্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান,স্থানীয় লোকজনের সহযোগিতা এবং চালকের বিচক্ষণতার কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন।