খুলনার দিঘলিয়া নগরঘাট ফেরিঘাট পার হলেই ভৈরব নদীকূলে রেলি ব্রাদার্সের পাশেই দেখা মিলতো বিশাল শতবর্ষীয় বটগাছটির। আর দেখা যাবেনা গাছটিকে। পরিবেশবাদী সংগঠন সহ লোকজনের দাবী ওই জায়গায় নতুন করে আর একটি বট গাছের চারা রোপন করার।
সোমবার (২৭ মে) শেষ রাতে ভয়াবহ রেমালের তান্ডবে উপড়ে পড়ে যায় দিঘলিয়ার ঐতিবাহী নগরঘাট ফেরীঘাটের ভৈরব নদীর পশ্চিম পাড়ে রেলী ব্রাদার্সের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা প্রাচীনকালের বহু স্মৃতি বিজড়িত শতবর্ষী বটগাছটি। প্রাচীনকালের এ বটগাছটি ঝড়ে উপড়ে পড়ায় অনেকেই কষ্ট পেয়েছেন।
বটগাছটি ঝড়ে উপড়ে পড়ে যাওয়ার পর যারা কষ্ট পেয়েছেন তাদের অধিকাংশই স্থানীয় প্রবীণ ব্যক্তি। তাদের অনেকের অনেক স্মৃতি জড়িত ওই বটগাছের সঙ্গে এমন অভিব্যক্তি ব্যক্ত করেছেন অনেকেই।
পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক এ প্রতিবেদককে বলেন, শত বছরের পুরোনো এ বট গাছটি ঝড়ে উপড়ে পড়ার কারণে এ অঞ্চলের মানুষ তাদের অনেক স্মৃতিকে হারালো। পাশাপাশি হারালো বাদুরসহ নানা দেশ-বিদেশী পাখীকূল তাদের শত বছরের পুরোনো পরিচিত নিরাপদ আশ্রয়স্থল। তিনি নতুনকরে আশ্রয়হারা জীবকূলের নতুন ঠিকানা গড়ে তোলার নিমিত্বে ওই জায়গায় আর একটি বটগাছের চারা অতিসত্বর রোপন ও তার রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে নগর ঘাটের মাঝি মোঃ সাদেক এ প্রতিবেদককে বলেন, গাছটা পড়াতে মনে কষ্ট অনেক ব্যথা পাইছি। এই বটগাছের বয়স ১০০ বছরের বেশি হবে। মাঝিরা জানায়, গাছটি এভাবে উপড়ে পড়বে ভাবতে পারিনি। তবুও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি বড় ধরণের কোনো দুর্ঘটনা না ঘটার জন্য।
এদিকে, এলাকার অনেক মানুষের স্মৃতি বিজড়িত বটগাছটি উপড়ে পড়ার খবর শুনে অনেকেই গাছটিকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। এলাকার এ প্রাচীনতম বটগাছটি উপড়ে পড়ায় বাদুরসহ নানা জাতের দেশ-বিদেশী পাখিকূলের আশ্রয়স্থল হারানো ও তাদের নতুন আশ্রয়স্থল নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন এলাকার মানুষ।
বটগাছটি উপড়ে পড়ায় মানুষের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। খুলনার ফায়ার সার্ভিসের একটি দল সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গাছ কেটে রাস্তাটি পরিষ্কারসহ ঝড়ের ক্ষয়ক্ষতির কবলে পড়া এলাকারজনগনের পাশে কাজ করে যাচ্ছেন বলে এলাকাবসী এ প্রতিবেদককে জানান।