লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী শুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জজ আদালত। এ সময় তাকে ৫ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান হয়।
সোমবার (২৭ মে) বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দণ্ডপ্রাপ্ত শুশীল চন্দ্রের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদা পাড়া গ্রামের বাসিন্দা শুশীল চন্দ্র ২০১১ সালে ১৫ জুন তারিখে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোৎস্নাকে লাঠি দিয়ে আঘাত করলে জোছনা বালা গুরুতর আহত হয়। এ ঘটনার পর নিহতের ভাই ফনি বর্মন বাদী হয়ে ওই দিন হাতীবান্ধা থানায় সুশীল চন্দ্রের নামে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরদিন আহত অবস্থায় জোছনা বালার মৃত্যু হয়। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে সংশোধিত হয়ে নথিভুক্ত করা হয়।
লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন জানান, দন্ডবিধি ৩০২ বর্ণিত দন্ডপ্রাপ্ত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করেছেন।