ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চেংমারী ধর্মগড়ে ২৬মে রোববার বিকালে বে-সরকারি সংস্থা আর ডি আর এস আয়োজনে জিংক ধান বঙ্গবন্ধু ১০০ শীষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষক জাবেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, সংস্থার টেকনিক্যাল অফিসার রবিউল আলম,সাহিনুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নুরুল হক,কৃষক মোবারক আলী প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য এবং গলা গন্ডরোগ থেকে মুক্তি পেতে জিংক ধান উৎপাদনের কোন বিকল্প নেই। এ সময় কৃষক মোবারক আলী’র এক এয়র জিংক ধান কর্তন করেন। এ সময় শাতাধিক কৃষক-কৃষাণী মাঠ দিবসে উপস্থিত ছিলেন।