যশোরের ঝিকরগাছা উপজেলার বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের কমিটি গঠন নিয়ে অশরীরি শক্তির হাত পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৮ মে) মনোনয়নপত্র কেনার শেষ দিন। শেষ দিনে অশরীরী শক্তির কারণে মনোনয়নপত্র অনেকে কিনতে পারবেন না বলে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক মহল। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের নতুন কমিটি গঠনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ২৬ মে হতে ২৮ মে (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৩০ মে (বৃহস্পতিবার) বিকাল ৪ টা পর্যন্ত। প্রত্যাহার ১ জুন শনিবার এবং নির্বাচন ১২ জুন (সোমবার) ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। বেশ কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমাদের কাছে মনোনয়ন পত্র বিক্রি করা হবে না। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এম, কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, আমার কাছে একটি নির্দেশনা দেওয়া আছে। আমি এর বাইরে যেতে পারবো না। তবে এ ব্যাপারে আমার করনীয় কি তা জানতে চেয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট মেসেজ পাঠিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) এ ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে।
বদরুদ্দিন মুসলিম (বি এম) হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ জানান, অভিভাবক নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এর বাইরে আমি কোন কিছুই বলতে পারব না। অভিভাবক মহলের দাবি, মনোনয়নপত্র সকলের নিকট বিক্রির সুযোগ দিলে একটি সুন্দর কমিটির গঠন করা সম্ভব হবে। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম পর পর দুইবার সভাপতি হওয়ার কারণে তিনি এবার সভাপতি হতে পারছেন না।