বিরল উপজেলা পরিষদের পূণরায় নির্বাচিত চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজিবর রহমান।
পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবদুর রাজ্জাক ও গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রনেতা আরিফ।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পূণরায় নির্বাচিত বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবুসহ সংবর্ধনা পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক ডা. মানবেন্দ্র রায় মানব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মঙ্গলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কছিমদ্দীন আহমেদ শুকু, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান নভেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হুসেন আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মঙ্গলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি ও পৌরকাউন্সিলর শমশের আলী, ফরক্কাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, আজিমপুর ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক বুলু চৌধুরী, মনা, ফরক্কাবাদ ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক আসলাম, ধামইর ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক মোঃ শাহিন, শহরগ্রাম ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক মোঃ নুর ইসলাম, বিরল ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন মঙ্গলু, ভান্ডারা ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক খোকা, একরামুল, বিজোড়া ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক এরশাদ মোল্লা, ধর্মপুর ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক ও সাবেক মেম্বার মোঃ আজাহার আলী, মঙ্গলপুর ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক মোঃ মিলন, রাজারামপুর ইউনিয়ন এর নির্বাচনী সমন্বয়ক ও ইউপি সদস্য গিরিন চন্দ্র প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু কে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ এর পক্ষে পৃথক পৃথকভাবে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।