ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দমকা হাওয়ার পাশাপাশি থেমে থেমে কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে, ঝড়ে প্রায় ৫৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার মধ্যরাত থেকে নন্দীগ্রাম উপজেলায় ঝোড়ো হাওয়া ও টিপটিপ বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতা এতটাই বেশি যে সড়ক বা বাইরে খোলা জায়গায় দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। রাত থেকেই উপজেলাজুড়ে বিদ্যুৎ নেই। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
অনেকে ধান কেটে খেতে শুকাতে দিয়েছেন। আবার অনেকে ধান কেটে মাড়াই করছেন। দেরিতে লাগানো ধান কাটতে প্রস্তুতি নিচ্ছেন অনেক কৃষকরা। রিমালের প্রভাবে বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। অনেক খেতে শুকাতে দেওয়া কাটা ধান পানিতে ভাসছে। ঝোড়ো বাতাসে ধানগাছ নুইয়ে খেতে জমে থাকা পানির মধ্যে পড়েছে। বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে।
পল্লী বিদ্যুৎ নন্দীগ্রাম জোনাল অফিসের ডিজিএম শাহাদৎ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে ৩৩ কেভির লাইনে গাছের ডাল হেলে পড়ায় বিদ্যুৎ চালু করা যাচ্ছে না। কেননা বাতাস বেশি থাকলে বিদ্যুতের লাইন চালু করা যাবে না। বাতাসের গতি কমলে বিদ্যুতের লাইন চালু করা হবে।
এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বলেন, রিমালের প্রভাবে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। কিছু ঘর-বাড়ির টিন উড়ে যাওয়ার খবর পেয়েছি। তবে কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যেসব এলাকায় গাছপালা ভেঙে রাস্তা চলাচল বন্ধ ছিল, সেখান থেকে ভাঙা গাছপালা সরিয়ে পথ স্বাভাবিক করা হয়েছে।