ভালুকা উপজেলার সোয়াইল গ্রামে পনিতে ডুবে আপন চাচাতো ভাইবোন দুই শিশুর মূত্যু হয়েছে।
এলাকাবাসী ও ইউপি সদস্য শাহজান জানান সোয়াইল গ্রামের বিল্লাল হোসেন, ছেলে জুনায়েদ(১১) ও রুপচান মিয়ার দুই মেয়ে তাহমিনা(১০) ও তমান্না (৮) আম কুড়াতে যায়। আম কুড়ানো শেষে বাড়ীর পাশে একটি গর্তের পানিতে গোসল করতে যায়।
গর্তটিতে পানি ছিল বেশী। চার পাশ ছিল পিচ্ছিল। ফলে আর উঠতে পারছিলনা। জুনায়েদ আর তাহমিনা অনেক চেষ্টা করে তামান্নাকে উপরে তুলিয়ে দিয়ে বাড়ীতে পাঠায়। যাতে বাড়ী থেকে লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
তামান্নার কাছে ঘটনার কথা শুনে লোকজন এসে দেখে জুনায়েদ ও তাহমিনা পানিতে ডুবে গেছে। পরে গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জুনায়েদ উপজেলার বনকুয়া উচ্চবিদ্যালয়ের ৬ ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তাহমিনা নিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী ছিল।