হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন। সহকারি কমিশনার ভ’মি রাহাত বিন কুতুবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসিম, সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ, আসাদুজ্জামান গেন্দু, ফাতেমাতুজ জোহরা রিনা, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মধু, সুকোমল রায়, সাংবাদিক রোকনউদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, সাব্বির হাসান, মিজানুর রহমান, হামিদুর রহমান, আইয়ুব খাঁন প্রমুখ।