বে-সরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি (খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ) এর সহায়তায় গঠিত পাবনার সাঁথিয়া উপজেলার আটটি গ্র্যাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭মে) সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিসিডিবির পাবনা এড়িয়া ম্যানেজার ডেনিস মারান্ডী এর সভাপতিত্বে ও প্রশিক্ষক মাসুমা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল আলম, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ-সভাপতি জালাল উদ্দিন, সিসিডিবির প্রোগ্রাম অফিসার আত্রাস মুরমু, সমিতির সভানেত্রী রেহেনা নাজনীন, রুবিয়া খাতুন, হাফিজা খাতুন প্রমুখ। উল্লেখ্য, সমিতির ব্যবস্থাপনা কমিটির নিকট ৮টি গ্র্যাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়। সমিতির ৭৮৩জন মহিলা এবং ৯জন পুরুষসহ মোট ৭৯২জন সদস্য রয়েছে।