কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন এ উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ১ লাখ ৪ হাজার ৫২৪ ভোটারের ভোট প্রয়োগে ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মিলে মোট ৯ প্রার্থী শেষ মহুর্তের প্রচারণা চালাচ্ছেন।
এরমধ্যে ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান যুবক লুৎফর রহমান বাবু তার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের মাঠ চষে বেড়াচ্ছেন। পাড়া মহল্লায় খুলি বৈঠক, পথসভা করে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন।
লুৎফর রহমান বাবু ভোটারদের উদ্দ্যেশ্যে বলেন, আমি অল্প সময়ের মধ্যে চেয়ারম্যান পদের প্রচারণা শুরু করেছি। আমি মানষিকভাবে নির্যাতিত হলেও সম্মান রক্ষার জন্য ভোটের মাঠে নেমেছি। সবার সাড়া পাচ্ছি। আপনারা আমাকে শুধুমাত্র ৫ টি বছরের জন্য ভোটদান করুন।
লুৎফর রহমান বাবু আরও বরেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার এই চেয়ারটি আপনাদের অর্থাৎ আপনারা যারা আমার কাজ করছেন। আমাকে ভোট দিবেন তাদেরই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের পাশেই থাকবো। অন্যরা নির্বাচিত হলে তারা এলাকায় থাকবেনা। কিন্তু আপনাদের এই বাবু চেয়ারম্যান পাশে থাকবে।
উল্লেখ্য যে, এবার ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদের প্রতিদ্¦ন্দ্বী প্রার্থীরা হলেন-চেয়ারম্যন পদে লুৎফর রহামান বাবু (কাপ-পিরিচ), গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল), এজাহার আলী (ঘোড়া), আবদুস ছলাম সুজা (আনারস)।