ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ মামলা দায়ের করেছে।
নিহতের মেয়ে রাহেলা খাতুন জানান,তার বাব-মা তার মেয়ে লাকী আক্তারের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি বাসচাপা দেয়।
এতে বাবা আব্বাস আলী দেওয়ান (৭৫) ও মা হাজেরা খাতুন (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাবার বাড়ী টাংঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ির আমতলী নামক স্থানে।
হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আবদুর রহমান মুন্সীর ছেলে মো. আব্বাস আলী দেওয়ান ও স্ত্রী হাজেরা খাতুন তার মেয়ে রাহেলা খাতুন মেয়ে নাতী লাকী আক্তারের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। নাতী লাকী আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় বাসা বাড়া নিয়ে থাকেন।
সেই বাসায় নাতীকে দেখার জন্য যাওয়া পথে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহি বাসচাপা (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৮০) দিলে ঘটডনাস্থলেই তারা মারা যায়। নিহত দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিও আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে যায়। ওই ঘটনায় মামলা হয়েছে।