পাবনার সুজানগরের হাটবাজারে লিচু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। বিশেষ করে সুজানগর পৌর বাজারের লিচু ব্যবসায়ীদের কাছে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
উপজেলার ভবানীপুর গ্রামের আবদুল মজিদ নামে ভুক্তভোগী এক লিচু ক্রেতা বলেন গত শুক্রবার পৌর বাজারের এক লিচু ব্যবসায়ীর কাছ থেকে ৫০টি লিচু কিনেছিলাম ১৪০টাকা দিয়ে। বাড়িতে গিয়ে লিচু গুনে দেখি ৫টি লিচু কম।
একই ধরনের কথা বললেন সেলিম নামে আরেক ভুক্তভোগী ক্রেতা। তিনি বলেন আমি কত বৃহস্পতিবার ওই বাজারের এক লিচু ব্যবসায়ীর কাছ থেকে ১০০টি লিচু কিনেছিলাম ১৮০টাকা দিয়ে। বাড়িতে গিয়ে লিচু গুনে দেখি ১০টি কম। অর্থাৎ ৫০টি কিনলে ৫টি কম আর ১০০টি কিনলে ১০টি করে লিচু কম দেওয়া হয়।
এভাবে চলতি মৌসুমে লিচু ব্যবসায়ীদের কাছে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারক লিচু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।