ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার দাবি করে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, প্রশাসন দিনরাত পরিশ্রম করে তদন্ত চালাচ্ছে। প্রশাসনই এর বিচার করবে। এ ঘৃন্য্য কাজের প্রতিবাদ হবে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। কারণ কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না।
শুক্রবার (২৪ মে) নিজ বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে বাবার হত্যাকান্ডের তদন্ত কাজ ও সার্বিক বিষয়ে সবশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ঝিনাইদহের মানুষ তাদের প্রিয় নেতাকে হারিয়েছে, তারা প্রতিবাদ করবে। কিন্তু এবিক্ষোভে জনভোগান্তির কোনো শঙ্কা আছে কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, ‘না, না। এমন কিছু হবে না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ তো আর কুকুরকে কামড়ায় না। প্রধানমন্ত্রী আছেন, দলের সর্বোচ্চ অভিভাবকরা আছেন,তারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই হবে। আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অপরাধীর শাস্তি নিশ্চিত করবে।