বাগেরহাটের মোল্লাহাটে একাধারে তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাকে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাকে বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, নিবার্হী সদস্য মোঃ বশার মোল্লা, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার, সাজ্জাদুল ইসলাম লিপ্টন ও অধ্যাপক সুদাস চন্দ্র দাস।