তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার সংখ্যালঘু অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলা পরিষদের আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচটি ইউনিয়নের সর্বশেষ নির্বাচনী উঠান বৈঠক জনসভায় পরিনত হয়েছিলো। গৈলা ইউনিয়বাসীর আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সালেহ মোঃ লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আনারস মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার মোল্লা, জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার প্রমুখ। বক্তারা আগামী ২৯ মে সর্বস্তুরের ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।